হাজার সালাম আজই তাদের তরে
জীবন দিলো যারা দেশের তরে
জীবন দিলো যারা ভাষার তরে
হাজার সালাম আজই তাদের তরে
জীবন দিলল যারা দেশের তরে
জীবন দিলো যারা ভাষার তরে
সেই স্মৃতি আজও মোরে পাগল করে
সেই স্মৃতি আজও মোরে পাগল করে
জীবন দিলো যারা দেশের তরে
জীবন দিলো যারা ভাষার তরে
হাজার সালাম আজই তাদের তরে
তোমাদের রক্ত আজও বহমান
সে সুর হৃদয়ে বাজে আছে অম্লান
হাজার সালাম আজই তাদের তরে
তোমাদের রক্ত আজও বহমান
সে সুর হৃদয়ে বাজে আছে অম্লান
গিয়েছো মোদেরে ঋণী করে
গিয়েছো মোদেরে ঋণী করে
জীবন দিলো যারা ভাষার তরে
জীবন দিলো যারা দেশের তরে
হাজার সালাম আজই তাদের তরে
বাংলাতে গাহি গান তোমাদেরই দান
সে বাংলা আজই যেন হয়েছে বিলান
বাংলাতে গাহি গান তোমাদেরই দান
সে বাংলা আজই যেন হয়েছে বিলান
সে ব্যথায় আজ মন কেঁদে মরে
সে ব্যথায় আজ মন কেঁদে মরে
জীবন দিলো যারা দেশের তরে
জীবন দিলো যারা ভাষার তরে
হাজার সালাম আজই তাদের তরে
আমানত দিয়ে গেছো মোদেরই হাতে
রাখতে পারি যেন সুষ্ঠ মতে
আমানত দিয়ে গেছো মোদেরই হাতে
রাখতে পারি যেন সুষ্ঠ মতে
সেই করুণা চেও প্রভুর তরে
সেই করুণা চেও প্রভুর তরে
জীবন দিলো যারা দেশের তরে
জীবন দিলো যারা ভাষার তরে
জীবন দিলো যারা দেশের তরে
জীবন দিলো যারা ভাষার তরে
হাজার সালাম আজই তাদের তরে
হাজার সালাম গজলের লিরিক্স
Hajar salam aje tader tore
Jibon dilo jara desher tore
Jibon dilo jara vashar tore
Shei smrity aj o more pagol kore
Jibon dilo jara desher tore
Jibon dilo jara vashar tore
Hajar salam aje tader tore
Tomader rokto aj o bohoman
Se sur hridoye baje, ache omlan
Giyecho moder rini kore
Jibon dilo jara vashar tore
Jibon dilo jara desher tore
Hajar salam aje tader tore
Bangla te gahi gaan tomaderi dan
She bangla aje jeno hoyeche bilan
She bethay aj mon kede more
Jibon dilo jara desher tore
Jibon dilo jara vashar tore
Hajar salam aje tader tore
Amanot diye gecho moder ee haate
Pakhte pari jeno sustho mote
Shei koruna cheo provur tore
Jibon dilo jara desher tore
Jibon dilo jara vashar tore
Jibon dilo jara desher tore
Jibon dilo jara vashar tore
Hajar salam aje tader tore.